ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাবি ভর্তি পরীক্ষায় নতুন নিয়মের সিদ্ধান্ত জুলাইয়ে

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ১৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবি ভর্তি পরীক্ষায় নতুন নিয়মের সিদ্ধান্ত জুলাইয়ে

নিজস্ব প্রতিবেদকঃ চলতি বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পরিবর্তন নিয়ে আসার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী এমসিকিউয়ের সঙ্গে এবার লিখিত পরীক্ষাও নেওয়া হবে।

আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামুজ্জামান বলেন, ‘এমসিকিউ ও লিখিত আকারে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিন্ডিকেটসহ সব ফোরামে সিদ্ধান্ত হয়েছে। সাধারণ ভর্তি কমিটির মিটিংয়ে এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।’

কবে নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সভার ব্যাপারে উপাচার্য স্যার এখনো কোনো সময় দেননি। তবে আগামী ২৬ থেকে ২৭ তারিখ সিনেট অধিবেশন রয়েছে। এছাড়া ১ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস। এরপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ভর্তি পরীক্ষায় নতুন নিয়মের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রচলিত এমসিকিউ প্রশ্নের পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়া হবে। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আগামী ভর্তি পরীক্ষা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। সিন্ডিকেটে সিদ্ধান্ত পাশ হয়েছে। এখন একাডেমিক কাউন্সিল ও জেনারেল অ্যাডমিশন কমিটি এ ব্যাপারে বিস্তারিত সিদ্ধান্ত নেবে।’

জানা গেছে, গত কয়েক বছর ধরে ২০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে। এরমধ্যে ১২০ নম্বর এমসিকিউ। এছাড়া বাকি ৮০ নম্বর জিপিএ’র ভিত্তিতে বন্টন করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৯/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়