ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঢাবি সিনেটে নীল ৩৩, সাদা ২ নির্বাচিত

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২২ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবি সিনেটে নীল ৩৩, সাদা ২ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের নীল দল ৩৪ সদস্যের প্যানেল থেকে ৩৩ জন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দল ৩৫ জনের প্যানেল থেকে দুই জন নির্বাচিত হয়েছেন।

নীল দলের প্রার্থীদের মধ্যে ড. সায়মা খানম ছাড়া সবাই জয়লাভ করেছেন। এছাড়া সাদা দল থেকে নির্বাচিতরা হলেন- অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং  অধ্যাপক ড. মো. লুৎফর রহমান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ভোট গণনা শেষে তিনি ফলাফল ঘোষণা করেন। মোট ভোটার ছিল ১৬১৬ জন। এর মধ্যে ভোট পড়েছে ১৪৪৪টি।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বেলা সোয়া ১টার দিকে নির্বাচন শেষ হয়।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ৩টি প্যানেল জমা পড়েছিল। এর মধ্যে সরকার সমর্থক নীল দলের দুটি প্যানেলের একটি বাতিল করেন নির্বাচন কমিশনার।

নীল দলের প্রার্থী ছিলেন-
নীল দলের আহ্বায়ক অধ্যাপক নাজমা শাহীন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রহমত উল্লাহ, অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম ভূইয়া, অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ, অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, অধ্যাপক ইসতিয়াক মঈন সৈয়দ, অধ্যাপক এস এম আব্দুর রহমান, কাজল কৃষ্ণ ব্যানার্জী, তৌহিদা রশীদ, দেলোয়ার হোসাইন, বায়তুল্লাহ কাদেরী, মুবিনা খন্দকার, মো. আফতাব আলী শেখ, মো. আফতাব উদ্দিন, মো. আব্দুল আজিজ, মো. আব্দুস ছামাদ, মো. জিয়াউর রহমান, মো. ফজলুর রহমান, মো. মজিবুর রহমান, মোহাম্মাদ আলী আক্কাস, শিবলী রুবাইয়াতুল ইসলাম, সাবিতা রিজওয়ানা রহমান, সুপ্রিয়া সাহা, সুব্রত কুমার আদিত্য, হাসিবুর রশীদ, সহযোগী অধ্যাপক এস এম রেজাউল করিম, কাজী হানিয়াম মারিয়া, চন্দ্রনাথ পোদ্দার, জান্নাতুল ফেরদৌস, পাপিয়া হক, লাফিফা জামাল, সহকারী অধ্যাপক নুসরাত জাহান ও সায়মা খানম।

সাদা দলের প্রার্থী ছিলেন-
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. আখতার হোসেন খান, আব্দুস সালাম, এ টি এম জাফরুল আযম, এ এফ এম মোস্তাফিজুর রহমান, এ বি এম ওবায়দুল ইসলাম, এ বি এম শহিদুল ইসলাম, এস এম আরিফ মাহমুদ, গোলাম রব্বানী, দিলীপ কুমার বড়ুয়া, নকীব মোহাম্মদ নসরুল্লাহ, মামুন আহমেদ, মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছনী, মোহাম্মদ এমরান কাইয়ুম, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, মো. আবদুল করিম, মো. আশরাফুল ইসলাম চৌধুরী, মো. নুরুল আমিন, মো নুরুল ইসলাম, মো. মাহব্বত আলী, মো. মাহফুজুল হক, মো. মোশারফ হোসাইন ভূঁইয়া, মো. মোর্শেদ হাসান খান, মো. লুৎফর রহমান, মো. শাহ এমরান, মো. হাসানুজ্জামান, মো. হুমায়ুন কবীর, লায়লা নূর ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ দাউদ খাঁন, মোহাম্মদ মামুন চৌধুরী, মো. আব্দুস সালাম আকান্দ, মো. ইসরাফিল প্রাং, মো. মহিউদ্দিন ও মো. সিরাজুল ইসলাম।



রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৭/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়