ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তদন্তে কিছু ত্রুটি ধরা পড়েছে : কমিশনার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২২ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তদন্তে কিছু ত্রুটি ধরা পড়েছে : কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, বনানীতে দুই তরুণীকে ধর্ষণের মামলায় থানা পুলিশের তদন্তে কিছু ত্রুটি ধরা পড়েছে। এ জন্য তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সোমবার দুপুরে ডিএমপি কমিশনার তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

কমিশনার বলেন, ‘সেদিনের ঘটনার পর তদন্ত কমিটি করা হয়। কমিটি সোমবার সকালে প্রতিবেদন জমা দেয়। কমিটির তদন্তে বলা হয়েছে, পুলিশ সদস্যরা আরও বেশি দায়িত্বের পরিচয় দিতে পারতেন। কিন্তু তারা তা করেননি। তাদের তদন্তে ত্রুটি ছিল। কারণ জানতে চাওয়া হয়েছে পুলিশ সদস্যদের কাছ থেকে। তদন্ত কমিটি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে। আর দায়ীদের কাছ থেকে সন্তোষজনক জবাব না এলে বিভাগীয় ব্যবস্থা ও অন্যান্য ব্যবস্থা নেয়া হবে।’

সাংবাদিকদের অপর প্রশ্নে কমিশনার বলেন, ‘আসন্ন রমজান মাসে পুরো রাজধানী জুড়ে ট্রাফিক ব্যবস্থা পরিকল্পিতভাবে নেয়া হবে। এ সময় যানজট যাতে না হয় সেজন্য ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি রমজানে রাজধানীর যানজট হবে না।’
অবশ্য এ জন্য তিনি নগরবাসীর সহযোগিতাও চেয়েছেন।

উল্লেখ্য, ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন এবং এ ঘটনায় ৬ মে বনানী থানায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ ৫ জনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের হয়। অবশ্য এর আগে দুই তরুণীকে থানায় বসিয়ে রেখে তাদের ছবি তোলা হয় বলে অভিযোগ ওঠে। এরপরই ঘটনার তদন্তে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মিজানুর রহমানকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৭/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়