ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তরুণীর পা বিচ্ছিন্ন : বাসচালকের জামিন মঞ্জুর

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তরুণীর পা বিচ্ছিন্ন : বাসচালকের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে বাসচাপায় রোজিনা আক্তার নামের এক তরুণীর পা হারানোর মামলায় বিআরটিসি বাসের চালক শফিকুল ইসলাম মুন্নার জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী ৫ হাজার টাকা মুচলেকায় শফিকুল ইসলামের জামিন মঞ্জুর করেন।

শফিকুল ইসলামের পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী বিশ্বনাথ ঘোষ (বিশ্বজিত)। রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. রকিব জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

২১ এপ্রিল এ আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত সোমবার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শফিকুল ইসলামের আইনজীবী জামিন চাইলে আদালত শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। মঙ্গলবার আসামিপক্ষ সময় চাইলে আদালত শুনানির দিন পিছিয়ে বুধবার ঠিক করেন।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির বাস (ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩) রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। রোজিনা পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। আর এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রোজিনা  গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইসতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। রোজিনার পা হারানোর ঘটনায় গাজী টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন আহমেদ রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করেন। গুরুতর আহত রোজিনা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়