ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তাঁত ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাঁত ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি : জেলার বেলকুচিতে সুদের টাকা না দেওয়ায় আবুল হোসেন (৭০) নামে এক তাঁত ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল মতিন পলাতক রয়েছেন।

রোববার দুপুরে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আবুল হোসেন মুকুন্দগাঁতী পূর্বপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে ও পেশায় একজন তাঁত ব্যবসায়ী।

নিহতের বড় ছেলে আব্দুল আলীম বলেন, প্রায় ১৭/১৮ বছর পূর্বে আমার ছোট ভাই বাচ্চু শেখ তাঁত ব্যবসার জন্য একই গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুল মতিনের কাছ থেকে সুদে ৫০ হাজার টাকা ঋণ নেয়। নিয়মিত তাদের সুদের টাকা পরিশোধ করলেও বর্তমানে ব্যবসা মন্দা থাকায় কয়েক মাস যাবত ঠিকমতো সুদের টাকা পরিশোধ করতে পারছিলেন না। এ নিয়ে মাঝে মধ্যেই আব্দুল মতিন বাড়িতে এসে ঝগড়া করতো।

আজ দুপুরে মুকুন্দগাঁতী বাজারে আমার বাবার সঙ্গে ছোট ভাইয়ের ঋণের টাকা নিয়ে মতিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মতিন চড়াও হয়ে বাবাকে এলোপাথাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবার লাশ থানায় নিয়ে যায়।

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এস.আই) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।




রাইজিংবিডি/সিরাজগঞ্জ/১৬ এপ্রিল ২০১৭/অদিত্য রাসেল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়