ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তানোরে পুকুরে মিলল ৩৭৫ রাউন্ড গুলি

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তানোরে পুকুরে মিলল ৩৭৫ রাউন্ড গুলি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার একটি পুকুরে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ৩৭৫ রাউন্ড গুলি পাওয়া গেছে।

সোমবার বেলা ১১টার দিকে মাছ ধরতে জাল ফেলা হলে পলিথিনে মোড়ানো অবস্থায় গুলিগুলো জালে উঠে আসে।

পুলিশ জানিয়েছে, গুলিগুলো অনেক পুরনো। বিষয়টি তারা তদন্ত করছেন।

জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান জানান, তানোরের কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের এ পুকুরটির মালিকের নাম আবদুস সাত্তার। মাছ চাষের জন্য তিনি অন্য এক ব্যক্তিকে পুকুরটি ইজারা দিয়েছেন। সোমবার তার লোকজন মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেন। তখন গুলিগুলো উঠে আসে। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। তখন গুলিগুলো জব্দ করে থানায় নেওয়া হয়।

এএসপি রাজ্জাক আরো জানান, গুলিগুলো অনেক পুরনো। এসব গুলি এখন আর রাইফেলে ব্যবহার হয় না। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। স্থানীয়রা ধারণা করছেন, মুক্তিযুদ্ধের সময়ে হয়ত গুলিগুলো পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল।



রাইজিংবিডি/রাজশাহী/৮ এপ্রিল ২০১৯/তানজিমুল হক/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়