ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তাসকিনকে না রাখার কারণ ব্যাখ্যায় প্রধান নির্বাচক

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাসকিনকে না রাখার কারণ ব্যাখ্যায় প্রধান নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিশ্বকাপ দলে পঞ্চম পেসার হিসেবে তাসকিন আহমেদ অথবা শফিউল ইসলাম সুযোগ পেতে পারেন বলেই শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সুযোগ পাননি দুজনের কেউই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, ফিটনেসের কারণেই দলে নেই তাসকিন।

গত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নিউজিল্যান্ড সফরে টেস্ট ও ওয়ানডে দুই দলেই সুযোগ পেয়েছিলেন তাসকিন। কিন্তু বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে শেষ ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েন ডানহাতি পেসার।

সেই চোট কাটিয়ে তিনি মাঠে ফিরেছেন গত ১০ এপ্রিল। ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে একটি ম্যাচে বোলিং করেছেন পাঁচ ওভার। কিন্তু তার ফিটনেস সন্তুষ্ট করতে পারেনি নির্বাচকদের। বিশ্বকাপের পাশাপাশি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ১৭ সদস্যের দলেও তাই জায়গা হয়নি ২৪ বছর বয়সি পেসারের।

আজ মিরপুরে দল ঘোষণার পর তাসকিনকে না রাখা নিয়ে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘আমরা ওকে নিয়ে অনেক দিন থেকেই চিন্তা করছি। সে কিন্তু ২০১৭ সালের ২২ অক্টোবর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ (হবে আসলে ওয়ানডে ম্যাচ) খেলেছে বাংলাদেশের হয়ে। ওটার পরে কিন্তু আমরা যখন ওকে নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তা ভাবনা করেছিলাম, তখন আবার ইনজুরিতে পড়ে গিয়েছে। এখন পর্যন্ত সে পুরোপুরি ফিট না।’

‘সেই হিসেবে আমরা তাকে স্কিল ফিট হিসেবে চাচ্ছি না। সে ঘরোয়া লিগে একটি ম্যাচে খেলেছে স্কিল ফিট হিসেবে। কিন্তু তার ফিটনেস শতভাগ নয়। তবে এখনো সময় আছে। আয়ারল্যান্ড সফরে আমাদের ১৭ জন সদস্য যাচ্ছে। এর মধ্যে ও যদি পুরো ফিট হয়ে যায় এবং দরকার হয় তাহলে ওকে আমরা ব্যাকআপ হিসেবে রাখব।’

২০১৫ বিশ্বকাপে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ছিলেন তাসকিনই। এবার ইংল্যান্ড বিশ্বকাপে তাকে থাকতে হবে দর্শক হয়ে। দল ঘোষণার পরপরই তাকে পাওয়া গেল বিসিবি একাডেমি ভবনের সামনে। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে তাসকিন বলেন, ‘সবাই যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। সবাই তো ভালো চায়। খারাপ চায় না কেউ। আর সামনে সুযোগ আছে। আমি চেষ্টা করে যাব, ভালো করে খেলার। সবাই দোয়া করবেন আমার জন্য।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৯/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়