ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তিন হজ এজেন্সিকে জরিমানা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন হজ এজেন্সিকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক : হজযাত্রীদের কাছ থেকে বিমানের টিকিটের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে তিনটি হজ এজেন্সিকে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। তারা প্রতি টিকিটে ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করছিল।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পল্টন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘টিকিট প্রতি ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা বেশি নিচ্ছে এসব হজ এজেন্সি। সরকার নির্ধারিত বিমান ভাড়া এক লাখ ২৮ হাজার টাকা। কিন্তু এজেন্সিগুলো এক লাখ ৪৩ হাজার থেকে এক লাখ ৫৮ হাজার টাকা পর্যন্ত আদায় করছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের জরিমানা করা হয়।’

জরিমানা করা এজেন্সিগুলো হলো, হাশেম ট্র্যাভেলস, চ্যালেঞ্জার ট্র্যাভেলস ও গোল্ডেন বেঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। প্রত্যেককে এই অভিযোগে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৯/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়