ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘তিনশ প্লাস রান করা সম্ভব’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তিনশ প্লাস রান করা সম্ভব’

শেষ দিনের অনুশীলনে বাংলাদেশের খেলোয়াড়রা

ক্রীড়া প্রতিবেদক, ডাম্বুলা থেকে : শুক্রবার দুপুর ৫টায় ডাম্বুলার মাঠে ঢুকে দেখা গেল রোলার দিয়ে উইকেট পরিচর্যা করছেন মাঠকর্মীরা। পাশ থেকেই স্টেডিয়ামের কিউরেটর গভীরভাবে উইকেট পর্যবেক্ষণ করছেন। উইকেট কিছুক্ষণ পর ঢেকে দেওয়া হয় চট দিয়ে। একটু কাছে গিয়ে উইকেটের চেহারা দেখে মনে হলো উইকেট পুরো ফ্ল্যাট। ব্যাটসম্যানদের জন্য আদর্শ।

মাশরাফি বিন মুর্তজাও একই কথা বললেন উইকেট দেখে। সংবাদ সম্মেলনে যাওয়ার পথে উইকেট নিয়ে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘উইকেট দেখে তো মনে হলো তিনশ প্লাস রান করা সম্ভব।’

উইকেট ব্যাটিং বান্ধব পেলেও রনগিরির এ মাঠে শেষ তিন ম্যাচে প্রথম ইনিংসে রান যথাক্রমে ২৫৫, ২১২ ও ২২৬। তিনটি ম্যাচে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করেছিল। হেরেছিল প্রতিটিতেই।

সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে প্রশ্নে মাশরাফি বলেন, ‘সত্যিকার অর্থে, দেখে ব্যাটিং উইকেট মনে হচ্ছে। দ্বিতীয় ইনিংসে কী হবে, বা প্রথম ইনিংসে পেসাররা সুবিধা পাবে কি না, সেটা বলা কঠিন। উইকেট যেমনই হোক, আমরা মানসিকভাবে সব কিছুর জন্যই প্রস্তুত আছি।’

 


স্বাগতিক দলের অধিনায়ক উপুল থারাঙ্গাও উইকেট নিয়ে একই কথা বললেন, ‘ডাম্বুলার উইকেট সচরাচর ব্যাটিং সহায়ক হয়ে থাকে। তবে সন্ধ্যার পর বল বেশি ঘুরতে থাকে। সে সময়ে স্পিনাররা হেল্প পায়।’

দুই দলের অধিনায়ক উইকেট নিয়ে ইতিবাচক। ডাম্বুলার মধ্য ক্রিজের উইকেট থেকে ব্যাটসম্যানরা যে সাহায্য পাবেন, তা বলার অপেক্ষা রাখে না। শনিবার আন্তর্জাতিক ক্রিকেটে রান উৎসব হচ্ছে, তা বলাই যায়।

 

 

রাইজিংবিডি/ডাম্বুলা (শ্রীলঙ্কা)/২৪ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়