ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তুরস্কে জরুরি অবস্থার অবসান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ১৯ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তুরস্কে জরুরি অবস্থার অবসান

আন্তর্জাতিক ডেস্ক : দুই বছর ধরে জারি করা জরুরি অবস্থা অবসানের ঘোষণা দিয়েছে তুরস্ক। বুধবার দেশটির সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান নির্বাচনে জেতার কয়েক সপ্তাহের মধ্যে জরুরি অবস্থা অবসানের এই ঘোষণা দিল সরকার। নির্বাচনের আগে প্রচারণার সময় বিরোধী দলের প্রার্থীরা জানিয়েছিলেন, তারা ক্ষমতায় গেলে জরুরি অবস্থা প্রত্যাহার করবে।

২০১৬ সালে তুরস্কের পার্লামেন্ট ভবনে যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনায় নিহত হয় ২৫০ জনেরও বেশি লোক। অবশ্য এরদোয়ানের সমর্থকদের চেষ্টায় সেই সেনা অভ্যুত্থান ব্যর্থ করে দেওয়া হয়।

ওই ঘটনার পর অভ্যুত্থানে জড়িত অভিযোগে ১ লাখ সাত হাজারেরও বেশি লোককে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়। এছাড়া গ্রেপ্তার করা হয় ৫০ হাজারেরও বেশি সামরিক-বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী। এদের সবার মামলা এখনো বিচারাধীন রয়েছে। এদের অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত বিতর্কিত ধর্মীয় নেতা ও এরদোয়ানের বিরোধী ফেতুল্লাহ গুলেনকে তারা সমর্থন ও সহযোগিতা করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়