ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

তৃতীয় প্রান্তিকে মূল্যস্ফীতি কমেছে

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ১৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তৃতীয় প্রান্তিকে মূল্যস্ফীতি কমেছে

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৬-১৭ অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ মাসে সাধারণ মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে হয়েছে ৫ দশমিক ২৮ শতাংশ। যা গত অক্টোবর থেকে ডিসেম্বরে ছিল ৫ দশমিক ৩২ শতাংশ।  গত ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিবিএসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গ্রামীণ পর্যায়ে ২০১৬-১৭ অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) সাধারণ মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে ৫ দশমিক ০৮ ভাগ, যা গত অর্থবছরে একই সময়ে ছিল ৪ দশমিক ৯৫ ভাগ।

অপরদিকে শহরে (জানুয়ারি-মার্চ) সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৫ শতাংশ, যা গত অর্থবছরের একই সময় ছিল ৭ দশমিক ৩৪ ভাগ।

এছাড়া চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-দিসেম্বর) তুলনায় তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি- মার্চ) দ্রব্য ও সেবার মান বৃদ্ধি পেয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৭/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়