ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তৃতীয় বেঞ্চের বিচারপতির প্রতি খালেদার অনাস্থা

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ১৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তৃতীয় বেঞ্চের বিচারপতির প্রতি খালেদার অনাস্থা

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা বিষয়ে করা রিট শুনানির জন্য গঠিত তৃতীয় বেঞ্চের বিচারপতির প্রতি অনাস্থা জানানো হয়েছে।

বৃহস্পতিবার জে বি এম হাসানের একক বেঞ্চের প্রতি এ অনাস্থা জানান খালেদা জিয়ার আইনজীবীরা।

খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, নো কনফিডেন্স। এ সময় বিচারপতি বলেন, প্রধান বিচারপতি পাঠিয়েছেন। এটা তো শুনতে হবে। তখন এ জে মোহাম্মদ আলী বলেন, এর আগে বিষয়টি সিনিয়র বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে ছিল। আমরা চাই, এটি তার সমপর্যায়ের বা কোনো সিনিয়র বিচারপতির কাছে শুনানি হোক।

এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এটা হতে পারে না। তখন এ জে মোহাম্মদ আলী বলেন, আপনি নির্বাচন কমিশনের আইনজীবী না। আপনি বলতে পারেন না। অ্যাটর্নি জেনারেল বলেন, আমি নির্বাচন কমিশনের আইনজীবী হিসেবে এসেছি। পরে আদালত বলেন, নট টুডে।

এর আগে, মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে বিভক্ত রায় দিলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে পাঠিয়ে দেন।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৮/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়