ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ত্রিশালে কবি নজরুলের জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ২৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রিশালে কবি নজরুলের জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কবির ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ত্রিশালের দরিরামপুর হাইস্কুল প্রাঙ্গণে নজরুল একাডেমির নজরুল মঞ্চে আজ শনিবার  বিকেলে কর্মসূচি শুরু হয়। এ ছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিচ্যুতিয়া বেপারী বাড়ি ও কাজির শিমলা দারোগা বাড়িতে নজরুল স্মৃতিকেন্দ্রে পৃথকভাবে তিন দিনব্যাপি কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ত্রিশালে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, ‘‘নজরুল আমাদের সকল প্রেরণার উৎস। তিনি ছিলেন অসাম্প্রদায়িক। তিনি নির্যাতিত, নিপীড়িত মানুষের কবি ছিলেন। তার লেখনি এখনো অম্লান হয়ে রয়েছে। নজরুলের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।’’ 

জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিত ঘোষ, কবি পৌত্রী খিলখিল কাজী, সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংসদ সদস্য মো. হাফেজ রুহুল আমিন মাদানী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী।

জন্মজয়ন্তী উপলক্ষে নজরুল একাডেমির মাঠে তিন দিনব্যাপি নজরুল মেলার আয়োজন করা হয়েছে।



রাইজিংবিডি/ময়মনসিংহ/২৫ মে ২০১৯/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়