ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ত্রিশালের মোফাজ্জলকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রিশালের মোফাজ্জলকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মোফাজ্জল হোসেন ওরফে আবুল বাশার মোফাজ্জল হোসেন ওরফে এবিএম মোফাজ্জল হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে মোফাজ্জলন হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন করে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন।

পরে রেজিয়া সুলতানা চমন জানান, একাত্তর সালের তিনটি হত্যাকাণ্ডের সঙ্গে মোফাজ্জল হোসেনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। এ কারণে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করি। আদালত আমাদের আবেদনের বিষয়ে শুনানি করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন ট্রাইুব্যনাল।



রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৭/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়