ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

থাই ট্রেড ফেয়ার শুরু

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৩, ২৭ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থাই ট্রেড ফেয়ার শুরু

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে থাই ট্রেড ফেয়ার-২০১৯।

বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে চার দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাংলাদেশের থাই দূতাবাস ও থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

আয়োজকরা জানায়, মেলায় মোট ৭৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বুধবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ৩০ মার্চ পর্যন্ত।

মেলায় প্রদর্শিত প্রধান পণ্যসমূহ ও সেবার মধ্যে রয়েছে জুয়েলারি, প্রসাধনী, গার্মেন্টস ও ফ্যাশনসামগ্রী, চিকিৎসাসেবা, ইলেকট্রনিক পণ্য, জুতা-মোজা, স্পা, ফলমূল, খাবার ও পানীয়, কনফেকশনারি, সাজসজ্জার উপকরণ, চামড়াজাত পণ্য ও গৃহস্থালি বিভিন্ন পণ্য।

পাশাপাশি বাণিজ্যবিষয়ক দপ্তর এবং  সোনারগাঁও হোটেল আয়োজন করছে থাই ফুড ফেস্টিভ্যাল।




রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৯/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়