ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় নিহত ফেনীর ৩ জনের দাফন

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণ আফ্রিকায় নিহত ফেনীর ৩ জনের দাফন

ফেনী সংবাদদাতা : দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরের নিজ দোকানে আগুনে পুড়ে দগ্ধ হয়ে নিহত ফেনীর সোনাগাজী ও দাগনভূঁইয়া উপজেলার একই পরিবারের দুইজনসহ তিন জনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় দাগনভূঁইয়া উপজেলার ফাজিলের ঘাট গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে দুই ভাই ও তাদের মামার মরদেহ দাফন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বাদ জোহর দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরের লোডিয়ামের বিলাল মসজিদে তাদের প্রথম জানাজা হয়।

গত শনিবার ভোরে আফ্রিকার নর্থওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে একটি দোকানে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশির মৃত্যু হয়। এদের মধ্যে তিনজনের বাড়ি ফেনীর সোনাগাজী ও দাগনভূঁঞা উপজেলায়।

নিহতরা হলেন ফেনীর দাগনভূঞা পৌরসভার ৫নং ওয়ার্ডের বজলের রহমান খানের ছেলে মমিনুল হক (৫০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও মোশাররফ হোসেন (২৫) এবং জামালপুর জেলার মোহাম্মদ ইব্রাহীম। আনোয়ার ও মোশাররফ সম্পর্কে মমিনুলের ভাগ্নে। তারা ৯-১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন।

 

 

 

রাইজিংবিডি/ফেনী/২৬ অক্টোবর ২০১৮/সৌরভ পাটোয়ারী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়