ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘দণ্ডিত নেতা দিয়ে বিএনপি চলবে না’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দণ্ডিত নেতা দিয়ে বিএনপি চলবে না’

সংসদ প্রতিবেদক: প্রস্তাবিত বাজেট ‘উচ্চাভিলাসী নয়, বাস্তবসম্মত জনকল্যাণমুখী বাজেট’- এ কথা উল্লেখ করে সরকারি দলের সংসদ সদস্যরা বলেছেন, পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি-জামায়াত জোট নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরিবর্তে মনোনয়ন বাণিজ্য করেছে। নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাই বর্তমান বিতর্কিত ও দণ্ডিত নেতৃত্ব দিয়ে বিএনপি চলবে না।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন সরকারি দলের অধ্যাপক আলী আশরাফ, আবদুল মান্নান, পংকজ দেবনাথ, মো. সাইফুজ্জামান (শিখর), খালেদা খানম, বেগম কানিজ ফাতেমা আহমেদ, আরমা দত্ত, সৈয়দা রুবিনা আক্তার, শেখ এ্যানী রহমান ও অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত।

আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক আলী আশরাফ বাজেটকে বাস্তবসম্মত উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ, বিজ্ঞ ও সাহসী নেতৃত্বের কারণে দেশের সামষ্টিক অর্থনীতি অত্যন্ত শক্তিশালী। লক্ষ্যমাত্রার চেয়েও প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা ১৭ কোটি পেরিয়ে গেছে, জমি অর্ধেক কমে গেছে- সে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। এ বিশাল বাজেট বাস্তবায়নে কর প্রশাসনের দক্ষতা বাড়াতে হবে। ঋণখেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ে যত ধরণের জোরদার প্রক্রিয়া রয়েছে তা প্রয়োগ করতে হবে। খেলাপি টাকা বিদেশে পাচার হলে তার বিরুদ্ধেও শক্ত ব্যবস্থা নিতে হবে।’

আবদুল মান্নান বাজেটকে জনকল্যাণমুখী উল্লেখ করে বলেন, ‘বঙ্গবন্ধুর দীর্ঘ নেতৃত্ব ও ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। জীবদ্দশায় জিয়াউর রহমান নিজেকে কখনো স্বাধীনতার ঘোষক বলেছেন, যারা এ দাবি করেন তারা কেউ প্রমাণ দিতে পারলে সংসদ থেকে পদত্যাগ করবো। অনেকে খালেদা জিয়ার মুক্তি চান। কিন্তু বিএনপির বর্তমান নেতা দিয়ে দলটি চলবে না। নেতা বদলান, মুক্তিযুদ্ধের পক্ষের কাউকে নেতৃত্বে আনুন, তবে যদি রাজনীতিতে টিকে থাকতে পারেন।’

তিনি বলেন, ‘একাত্তর সালে স্বামী (জিয়াউর রহমান) যুদ্ধে রয়েছেন, আর তাঁর স্ত্রী (খালেদা জিয়া) তখন কোথায় ছিলেন? ক্যান্টনমেন্টে পাকিস্তানিদের সঙ্গে সন্তানদের নিয়ে বহাল তবিয়তে থাকলেন। যারা সম্ভ্রম হারিয়েছেন তাদের বীরাঙ্গনা বলা হয়, সেক্ষেত্রে খালেদা জিয়াকে কি বলা হবে তা আগে ঠিক করেন।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়