ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দর্শনার্থীদের জন্য খুলছে পুরান কেন্দ্রীয় কারাগার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দর্শনার্থীদের জন্য খুলছে পুরান কেন্দ্রীয় কারাগার

নিজস্ব প্রতিবেদক : খুলে দেওয়া হচ্ছে শত বছরের পুরনো নাজিমউদ্দিনে রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার।

১০০ টাকার টিকিট কেটে দর্শনার্থীরা ভেতরে ঘুরে দেখতে পারবেন। ২৫ থেকে ২৭ মার্চ কারাগার দর্শনার্থীদের জন্য  উন্মুক্ত থাকবে।

বুধবার এ তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘২৪ মার্চ শুক্রবার বিকেলে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে। ২৫-২৭ মার্চ এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।’

কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু  মানেই স্বাধীনতা’ শিরোনামে দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে দর্শনার্থীদের ১৭১টি ছবি প্রদর্শিত হবে। এগুলোর জন্য কারাগারের অভ্যন্তরে আমদানি সেলের তিনটি গ্যালারি নির্মাণ করা হবে। এর মধ্যে একটিতে থাকবে ‘৫২ এর ভাষা আন্দোলন নিয়ে আলোকচিত্র, একটিতে বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র এবং আরেকটিতে মুক্তিযুদ্ধের দুর্লভ বেশ কিছু আলোকচিত্র। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারাগার উন্মুক্ত থাকবে। আলোকচিত্রের মাধ্যমে ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে নতুন প্রজন্ম গ্যালারি পরিদর্শন করে স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে।’

উল্লেখ্য, ব্রিটিশ আমলে শুরু হওয়া কারাগারটি এদেশের অনেক ইতিহাস বহন করছে। গত বছর স্থানান্তর করে কেন্দ্রীয় কারাগারটি কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ