ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দাগনভূঞায় গৃহবধূকে গুলি করে হত্যা

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দাগনভূঞায় গৃহবধূকে গুলি করে হত্যা

ফেনী সংবাদদাতা : ফেনীর দাগনভূঞায় শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে জাহাঙ্গীর নামে এক সন্ত্রাসী।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওই বাড়ির শামসুল হকের মেয়ে ও একই উপজেলার আলীপুর গ্রামের ওমর ফারুকের স্ত্রী। ঘটনার পর জাহাঙ্গীর পলাতক রয়েছে। সে দাগনভূঞা বাজারে অবস্থিত জাহাঙ্গীর ডেকরেটরের মালিক।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের বিয়ে হয় মাত্র আট মাস আগে। তার স্বামীর নাম ওমর ফারুক। ২২ দিন আগে সে বাবার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন একই বাড়ির জাহাঙ্গীরসহ সে টিভি দেখতে ছিল। টিভি দেখার সময় জাহাঙ্গীর একটি পিস্তল নিয়ে নাড়াচাড়া করছিল। হঠাৎ একটি গুলি বের হলে ঘটনাস্থলেই গৃহবধূ শারমিন আক্তার নিহত হয়। এ সময় দৌড়ে জাহাঙ্গীর পালিয়ে যায়।

নিহতের মা আলেয়া বেগম জানান, টিভি দেখার সময় আমি নামাজ পড়তে যাওয়ার এক মিনিটের মধ্যে গুলির শব্দ শুনে ফিরে আসি। দেখি শারমিন মাটিতে পড়ে আছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে দাগনভূঞা থানা পুলিশ।



রাইজিংবিডি/ফেনী/২৪ এপ্রিল ২০১৮/সৌরভ পাটোয়ারী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়