ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দানি আলভেজ নির্বোধ: ম্যারাডোনা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ২০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দানি আলভেজ নির্বোধ: ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সামর্থ্য নিয়ে কড়া সমালোচনা করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ। এমন সমালোচনার জবাবে আলভেজের কড়া সমালোচনা করতেও ছাড়েননি ম্যারাডোনা।

সম্প্রতি ক্যানেইস এস্পোর্তেকে দেওয়া এক সাক্ষাতকারে ম্যারাডোনার সমালোচনা করে আলভেজ বলেন, ‘আপনি কি মেসিকে ম্যারাডোনার সঙ্গে তুলনা করতে চাইবেন? আপনি কখনো সেটা করবেন না। আমি হ্যান্ড অব গডের সহায়তা নিয়ে বিশ্বকাপ জিতেছি; এমনটা বলে কখনো নিজেকে গর্বিত মনে করতে চাইবো না। আমি আমার সন্তানকে কখনো বলতে চাইবে না যে আমি এভাবে বিশ্বকাপ জিতেছি যা নিয়ে পুরো বিশ্ব কথা বলে।’

আর্জেন্টিনার ৮৬ বিশ্বকাপের নায়ক ম্যারোডোনার সমালোচনা করে আলভেজ আরও বলেন, ‘হ্যান্ড অব গডের সহায়তা নিয়ে তিনি আমাদের সঙ্গে প্রতারনা করেছেন। এ ধরনের একজন ক্রীড়াব্যক্তিত্ব তরুণদের কাছে কখনেই আদর্শ হতে পারে না।’

আলভেজের এমন সামালোচনার জবাব দিয়ে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে ম্যারাডোনা বলেন, ‘দানি আলভেজ একজন নির্বোধ। তার ২৮টি পাসের মধ্যে ৪টি সঠিক হয়। রাইট ব্যাকে কাফু এবং মাইকনরা তার চেয়ে ভালো ছিল। দানি আলভেজ সেই অবস্থানে খুবই বাজে। সে বেশি কথা বলে কারণ এমন একটা জায়গায় ফুটবল খেলে যেখানে ফুটবল খেলাই হয় না। প্রতি ম্যাচে তারা তিনবার বল স্পর্শ করতে গিয়ে আটবার ফাউল করে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়