ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশ‌ন চলবে

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ১১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশ‌ন চলবে

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : চাকরি রাজস্বকরণের দাবিতে দ্বিতীয় ধাপে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন ক‌রছেন কয়েক হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত স্বাস্থ্যকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশ‌ন অব্যাহত থাকবে ব‌লেও জানিয়েছেন তারা।

রোববার জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে সকাল থেকেই অনশন কর্মসূচি পালন করছেন তারা।

অনশ‌নকারীরা জানান, গত ২৭ জানুয়ারি থে‌কে জাতীয় প্রেসক্লাবের সাম‌নে চাকরি জাতীয়কর‌ণের দা‌বি‌তে অবস্থান কর্মসূচি পালন করার প‌রে ১ ফেব্রুয়ারি থে‌কে আমরণ অনশন পালন করা হচ্ছে। তবে খা‌লেদা জিয়ার রায়ের কার‌ণে গত ৮ ও ৯ ফেব্রুয়ারি দুই দি‌নের জন্য অনশন বন্ধ ছি‌ল। গতকাল ১০ ফেব্রুয়ারি থে‌কে আবারও আমরণ অনশন শুরু হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৮/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়