ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দারুণ ছন্দে মাশরাফি (ভিডিও)

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ১৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দারুণ ছন্দে মাশরাফি (ভিডিও)

মাশরাফি খুলনার হয়ে খেলছেন ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ। (ছবি: মিলটন আহমেদ)

আব্দুল্লাহ এম রুবেল, খুলনা থেকে : মাঠে গড়াল ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগ।  দীর্ঘদিন পর এ লিগের মধ্যে দিয়ে সাদা পোশাকে প্রত্যাবর্তন হলো  বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।

মাশরাফির প্রত্যাবর্তন আরও জমকালো করে দেন খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক। শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুরকে। মাশরাফি হাত ঘুরানোর সুযোগ পেয়ে যান ম্যাচের শুরুতেই।

মাঠে নেমে প্রথম স্পেলে দারুণ ছন্দে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম স্পেলে উইকেট না পেলেও বোলিংয়ে মুগ্ধতা ছড়ান নড়াইল এক্সপ্রেস। লাল বলে নিয়মিত আউটসুইং করে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করাচ্ছিলেন। 

 



প্রথম স্পেলে টানা ৬ ওভার বোলিং করেন তিনি। ৬ ওভারে  খরচ করেন ১৬ রান।  মাশরাফির প্রথম ওভারে দেন ৪ রান। পরের ওভারে দেন ৬ রান। তৃতীয় ওভারে নিজেকে খুঁজে পান মাশরাফি।  ওই ওভারে বাউন্সার দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে ভয় ধরান মাশরাফি।  এ ওভার মাত্র ১ রান তুলে রংপুর।

চতুর্থ ওভারে মাশরাফি খরচ করেন ৩ রান। আর পঞ্চম ওভারে রীতিমতো আগুন ঝড়ান । বাউন্স, আউট সুইং সবই ছিলো ওই ওভারে। মেডেন ওভারে স্বরূপে নড়াইল এক্সপ্রেস।  প্রথম স্পেলের শেষ ওভারে ধারাবাহিকতা বজায় রাখেন মাশরাফি। রান দেন মাত্র ২টি।

তিন বছর পর সাদা পোশাকে বল করতে নামা মাশরাফির প্রথম স্পেলকে সফলই বলতে হচ্ছে।

ভিডিও :




রাইজিংবিডি/খুলনা/১৫ সেপ্টেম্বর ২০১৭/রুবেল/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়