ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘দায়িত্ব পালনকালে খারাপ আচরণ নয়’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ২৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দায়িত্ব পালনকালে খারাপ আচরণ নয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘দায়িত্ব পালন করার সময় কারো সঙ্গে দুর্ব্যবহার বা খারাপ আচরণ করা যাবে না। কেননা আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার জন্য ডিএমপির একটি সুনাম রয়েছে।  একইসঙ্গে মনে রাখতে হবে আইনের ঊর্ধ্বে কেউ নয়।’

বুধবার দুপুরে রাজারবাগ শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনের অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আরো বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি এ সুনাম ও ভাবমূর্তিকে অক্ষুণ্ন রাখতে। ’

ট্রাফিক ডিভিশনের কাজকে অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছি।  মনে হয় বাংলাদেশই একমাত্র দেশ যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় হাতের ঈশারায়।’

সদ্য যোগদানকৃত শিক্ষানবিশ সার্জেন্টদের উদ্দেশে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ট্রাফিক পুলিশ সদস্যরা রমজানে রাস্তায় শুধু পানি খেয়ে ইফতার করে নগরবাসীকে গৌন্তব্যে পৌঁছে দেয়।  জীবনের ঝুঁকি নিয়ে সব প্রাকৃতিক বৈরিতা উপেক্ষা করে নিজেদের দায়িত্ব পালন করে।  মনে রাখতে হবে আপনি-আমি জনগণের সেবক।  জনগণকে সেবা দেওয়াই আমাদের কাজ।  অনুরাগ, বিরাগ ও আবেগের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে।’

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৯/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়