ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দুই ও পাঁচ টাকার নতুন নোট ইস্যু

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১১ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই ও পাঁচ টাকার নতুন নোট ইস্যু

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সোমবার ইস্যু করা হয়েছে নতুন ছাপানো দুই ও পাঁচ টাকা মূল্যমানের নোট।

পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যসব অফিসে এ কার্যক্রম চলবে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র দেবাশিস চক্রবর্তী।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোটে অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর স্বাক্ষর রয়েছে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত একই মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে।

নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই রয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৮/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়