ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুই কারণে সতর্ক মাশরাফি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই কারণে সতর্ক মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা

ক্রীড়া প্রতিবেদক, ডাম্বুলা থেকে : দুই কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে সতর্ক বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথমত, বাংলাদেশ দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামছে। আর দ্বিতীয়ত, নিজেদের মাঠে শ্রীলঙ্কা বরাবরই কঠিন প্রতিপক্ষ। প্রথম ওয়ানডেতে এ দুই কারণ ‘ভাইটাল’ হয়ে দাঁড়াবে বলে মনে করেন মাশরাফি।

প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কাকে নিয়ে শুক্রবার মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘ওদের ওয়ানডে বা টি-টোয়েন্টি দল বেশ পরিপক্ক । বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় আছে। যারা যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে অনেক সময় ছোট একটা ইনিংসে খেলা পরিবর্তন হয়ে যায়। আমাদের তাই সতর্ক থাকতে হবে।  শুরু থেকেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।’

জানুয়ারি-ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা। নিজেদের মাঠে সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ৪-১ ব্যবধানে। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের বিদায়ের পর দলটি নতুন করে তৈরি হচ্ছে। তরুণ দলটি অস্ট্রেলিয়ায় কিছুদিন আগে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে। সব মিলিয়ে মিশ্র পারফরম্যান্স তরুণ দলটির। এ কারণে মাশরাফি বাড়তি উদ্বিগ্ন, সতর্ক।



নিউজিল্যান্ডে রঙিন জার্সিতে বাংলাদেশ শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল ৩১ ডিসেম্বর। এরপর তিন মাস টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর সাদা বলে রঙিন পোশাকে বাংলাদেশ কেমন করে, সেটা নিয়েও সতর্ক মাশরাফি, ‘আমাদের ওয়ানডে স্কোয়াডের বেশির ভাগ খেলোয়াড় টেস্ট স্কোয়াডের। টেস্ট জয়ের আত্মবিশ্বাস স্বাভাবিকভাবে ওয়ানডেতেও আমাদের সাহায্য করবে। তবে গত কয়েকটা মাস কিন্তু আমরা পাঁচটা টেস্ট খেলেছি। এর মধ্যে আর ওয়ানডে ছিল না। ওয়ানডেতে অন্য বলের খেলা। এখানে আমাদের অনেক সতর্ক থাকতে হবে। বিশেষ করে প্রথম ম্যাচে। আমাদের পরিকল্পনা অনুসারে খেলতে হবে। প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ।’

ডাম্বুলায় এর আগে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছিল। ২০১০ সালে তিনটি ম্যাচই হেরেছিল বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজাসহ ওই তিন ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস ও তামিম ইকবাল। সেই দুঃস্মৃতি ভুলে সামনে এগোনোর প্রত্যয় মাশরাফির কন্ঠে, ‘আমরা এখানে এশিয়া কাপ খেলেছিলাম। তখন বাজে ক্রিকেট খেলেছি। এবার প্রথম থেকেই আমরা নিজেদের সেরাটা খেলার চেষ্টা করব। সেটা না হলেও সব সময় লড়ে যেতে চাই।’



রাইজিংবিডি/ডাম্বুলা (শ্রীলঙ্কা)/২৪ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়