ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই গোলে এগিয়েও জিততে পারল না লিভারপুল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ২১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই গোলে এগিয়েও জিততে পারল না লিভারপুল

লিভারপুলকে রুখে দিয়েছে ওয়েস্টব্রম

ক্রীড়া ডেস্ক : পয়েন্ট টেবিলের তলানির দল ওয়েস্টব্রমের মাঠে ম্যাচের বেশিরভাগ সময় ২-০ গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি লিভারপুল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে ওয়েস্টব্রম।

আগামী মঙ্গলবার রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ। শনিবার প্রিমিয়ার লিগে শুরুর একাদশে তাই পাঁচটি পরিবর্তন এনেছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

তবে প্রতিপক্ষের মাঠে লিভারপুল এগিয়ে যায় ম্যাচের চতুর্থ মিনিটেই। ২০১৫ সালের পর নিজের প্রথম গোল করে অতিথিদের এগিয়ে দেন ড্যানি ইংস। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭২ মিনিটে লিভারপুলের লিড দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। এই মৌসুমে লিগে মিশরের এই ফরোয়ার্ডের এটি ৩১তম গোল।

৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন সালাহ। এর আগে ১৯৯৫-৯৬ মৌসুমে অ্যালান শিয়েরার, ২০০৭-০৮ মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো, ২০১৩-১৪ মৌসুমে লুইস সুয়ারেজ ৩১ গোল করেছিলেন। শেষ তিন ম্যাচে আর একটি গোল করলেই রেকর্ডটা নিজের করে নেবেন সালাহ।

দুই গোলের লিডে লিভারপুল যখন জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায়, তখনই ঘুরে দাঁড়ায় ওয়েস্টব্রম। ৭৯ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেন জেক লিভারমোর। আর ৮৮ মিনিটে ক্রিস ব্রুন্টের ফ্রি-কিক থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান সলোমন রন্ডন।

পরাজয়ের হাত থেকে বাঁচলেও অবনমনের শঙ্কা এড়াতে পারেনি ওয়েস্টব্রম। এদিন ক্রিস্টাল প্যালেস ওয়ার্টফোর্ডের বিপক্ষে হার এড়ালে, আর রোববার ম্যানচেস্টার সিটির মাঠে সোয়ানসি সিটি জিতলে অবনমন নিশ্চিত হয়ে যাবে ওয়েস্টব্রমের।



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়