ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই জঙ্গির লাশ মর্গে

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ২৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই জঙ্গির লাশ মর্গে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : আতিয়া মহলে নিহত দুই জঙ্গির লাশ ওসমানী হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা ৫০মিনিটে তাদের লাশ মর্গে নেওয়া হয়।

এ সময় নগরীর কোতোয়ালি থানার এসি সাদেক কাউসার দস্তগীর ও ওসি সোহেল আহমদ উপস্থিত ছিলেন।

তারা জানান, এক নারী ও এক পুরুষ জঙ্গির ময়নাতদন্ত হবে ওসমানী হাসপাতালের মর্গে।

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের অভিযানের তৃতীয় দিন শেষে চার জঙ্গি নিহত হওয়ার তথ্য দেয় সেনাবাহিনী।

গতকাল সোমবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন সেনা সদর দপ্তরের গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। তন্মধ্যে দুই জঙ্গির লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাকি দুই পুরুষ জঙ্গির লাশ এখনো আতিয়া মহলের ভেতরে পড়ে আছে। তাদের শরীরে সুইসাইডাল ভেস্ট পরা বলে জানিয়েছে সেনাবাহিনী।

গতকাল সন্ধ্যায় দুই জঙ্গির লাশ পাওয়ার পর সেগুলো ওসমানী হাসপাতালের হিমঘরে রাখে পুলিশ।

এ দুই জঙ্গির মধ্যে একজন মর্জিনা বলে ধারণা করছে পুলিশ। অপরজন কাওছার বা অন্য কেউ হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হবে।

আতিয়া মহলের নিচ তলার একটি ফ্ল্যাটে আস্তানা গেড়েছিল জঙ্গিরা। বাড়ির মালিক উস্তার আলী জানিয়েছিলেন, গত জানুয়ারিতে কাওছার ও মর্জিনা নামের দুজন ওই ফ্ল্যাট ভাড়া নেয়।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে আতিয়া মহলে অভিযান শুরু হয়। অভিযানে নিহত হয় চার জঙ্গি। বর্তমানে আতিয়া মহল শান্ত রয়েছে। কোনো ধরনের গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে না।

ধারণা করা হচ্ছে, সেনাবাহিনীর কমান্ডোরা বিস্ফোরক নিষ্ক্রীয় করছেন।




রাইজিংবিডি/সিলেট/২৮ মার্চ ২০১৭/কামাল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়