ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘দুই দেশের তরুণদের বন্ধনকে এগিয়ে নিতে চাই’

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দুই দেশের তরুণদের বন্ধনকে এগিয়ে নিতে চাই’

জাবি সংবাদদাতা : ‘ভারতীয় হাইকমিশন সব সময় তরুণ মেধাবীদের উৎসাহিত করতে এবং দুই দেশের তরুণদের মধ্যে মৈত্রী ও পারস্পারিক বোঝাপড়ার বন্ধনকে এগিয়ে নিতে আগ্রহী। আমাদের দুই দেশের জনসংখ্যার বিশাল অংশ তরুণ।’

সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুরাতন কলা ভবনে ভারত-বাংলাদেশ আর্ট ক্যাম্পের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এসব কথা বলেন।

তিনি আশা ব্যক্ত করে বলেন, ‘এ বছর এতই উচ্চ মানসম্পন্ন আয়োজন হয়েছে যে আমরা আশা করি, পরের বছরও সেটা বজায় রেখে বিশাল আয়োজন করব।’

এ সময় আরো উপস্থিত ছিলেন জাবির উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, ট্রেজারার অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, শিল্পী রফিকুন্নবী প্রমুখ।

১৭-১৯ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- ৩য় তামান্না ইসলাম (ঢাবি), ২য় রাফাত আহমেদ বাধন (জাবি), ১ম দীদার হোসেন (কবি নজরুল বিশ্ববিদ্যালয়)। অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/তহিদুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়