ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই সপ্তাহ মাঠের বাইরে বুসকেটস

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৭, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই সপ্তাহ মাঠের বাইরে বুসকেটস

স্ট্রেচারে করে মাঠ ছাড়ছেন সার্জিও বুসকেটস

ক্রীড়া ডেস্ক : রোববার রাতে এইবারের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটের মাথায় ইনজুরিতে পড়েন বার্সেলোনার সার্জিও বুসকেটস। শেষ পর্যন্ত তিনি আর খেলতে পারেননি। তার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয় ডেনিস সুয়ারেজকে।

সোমবার রাতে জানা যায় বুসকেটসের ডান পায়ের গোড়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই স্প্যানিশ তারকাকে। অবশ্য এই সময়ের মধ্যে তিনি মাত্র ২টি ম্যাচ খেলতে পারবেন না।

তবে ঠিক কবে নাগাদ তিনি দলে ফিরতে পারবেন সেটা নির্দিষ্ট করে জানায়নি বার্সা। যদি সে দ্রুত সেরে উঠে সে ক্ষেত্রে দুটি ম্যাচ খেলতে পারবেন না। তার একটি কোপা ডেল রেতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এবং অন্যটি লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে। যদি সেরে উঠতে আরো সময় লাগে তাহলে অ্যাথলেটিক বিলবাও এর বিপক্ষের ম্যাচটিও মিস করতে পারেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়