ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই সহকারী রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই সহকারী রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায়  দুই সহকারী রাজস্ব কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে দুদক। গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুস ছিদ্দিক ও মোহাম্মদ মহসিন।

দুদকের চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের সহকারী পরিচালক লুৎফর কবির রাইজিংবিডিকে জানান, চলতি বছরে ফুড় গ্লিসারিনের একটি চালান নিলামে বিক্রি করার পর সেই টাকা সরকারি কোষাগারে জমা না করে কর্মকর্তারা তা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে গত ৩০ আগস্ট হালিশহর থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের হালিশহর থানায় হস্তান্তর করে আদালতে সোপর্দ করা হবে।




রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ সেপ্টেম্বর ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়