ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুদকের ডিজি মুনীর চৌধুরীর বদলি

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুদকের ডিজি মুনীর চৌধুরীর বদলি

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের  মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ মুনীর চৌধুরীকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন থেকে এক আদেশে মুনীর চৌধুরীকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের (অতিরিক্ত সচিব) মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসনের উপসচিব মো. তমিজুল ইসলাম খান সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর সরকার মুনীর চৌধুরীকে দুদকের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেয়।

এরপর তিনি দুদকের এনফোর্সমেন্টের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের অভিযানে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি।

মুনীর চৌধুরী এর আগে বন্দর, পরিবেশ, জনস্বাস্থ্য, ভূমি এবং বিদ্যুৎ খাতে দায়িত্ব পালনের সময় সরকারি সম্পদ উদ্ধার, রাজস্ব আদায় করে ব্যাপক আলোচিত হন। চট্টগ্রাম বন্দর, পরিবেশ অধিদপ্তর, সমুদ্র পরিবহন অধিদপ্তর, মিল্ক ভিটা ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষে দায়িত্ব পালনের সময় তার দুর্নীতিবিরোধী অভিযানে প্রায় চার হাজার কোটি টাকার ভূমি সম্পদ উদ্ধার ও রাজস্ব আদায় সম্ভব হয়।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়