ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘দুর্বৃত্তদের কোনো দল নেই’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ৪ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দুর্বৃত্তদের কোনো দল নেই’

নিজস্ব প্রতিবেদক : দুর্বৃত্তদের কোনো দল নেই, আওয়ামী লীগ পরিচয়েও কিছু দুর্বৃত্ত আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা  এ ব্যাপারে শূন্য সহনশীলতার নীতি অবলম্বন করেছেন।’

বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এ পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে যার ব্যবস্থা সরকারে নিয়েছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীকেও সে ব্যাপারে বলা আছে।’

বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের মাইনোরিটি ভাববেন না। বুকে বল নিয়ে চলবেন। আপনাদের অভিভাবক আছে। আপনাদের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী। কয়েকদিন আগে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হয়ে গেল সুন্দরভাবে। এখন বৌদ্ধদের উৎসব আছে। এ উৎসবে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে।’

এর আগে বৈঠকে এবারের বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমার অর্থের একটি অংশ রোহিঙ্গাদের মাঝে দেওয়া হবে বলে জানান নেতারা।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দিপু মনি, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাম্যবাদী দলের নেতা দিলিপ বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ অক্টোবর ২০১৭/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়