ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণে বরাদ্দ ৯৯৭১ কোটি টাকা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ১৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণে বরাদ্দ ৯৯৭১ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক : ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ৯৭১ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১৫৪ কোটি টাকা বেড়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেটে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ব্যয় করার জন্য এ অর্থ ঘোষণা করেন।

এবার প্রস্তাবিত বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার থেকে বেড়েছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৯/নাসির/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়