ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দেশ আজ দুই ধারায় বিভক্ত : ওবায়দুল কাদের

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশ আজ দুই ধারায় বিভক্ত : ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি : আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ আজ মেরুকরণে দুই ধারায় বিভক্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এএইচসি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে রোববার বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এক দিকে রয়েছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। অপরদিকে রয়েছে বিএনপির নেতৃত্বে ঐক্যফ্রন্টের ব্যানারে সাম্প্রদায়িক অশুভশক্তি, একাত্তরের পরাজিত শক্তি। সঙ্গে যুক্ত হয়েছে ছদ্মবেশী মুক্তিযোদ্ধা। এরা আজকে নির্বাচন সামনে রেখে দেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে আনার চক্রান্ত করছে।

তিনি বলেন, ‘‘একাত্তরে আমরা যাদের পরাজিত করেছি, সেই পরাজিত শক্তিকে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। বিএনপির মুক্তিযুদ্ধের মুখোশ খসে পড়েছে। মুখে যতই গণতন্ত্রের কথা বলুক, বাস্তবে তারা মুক্তিযুদ্ধের অপশক্তিকে সহযোগিতা করছে।’’ 

ওবায়দুল কাদের আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বিএনপি সমর্থন করেনি। তারা বিরোধিতা করেছে। বিজয় দিবসে আপনাদের শপথ নিতে হবে, ৩০ ডিসেম্বর সাম্প্রদায়িক অশুভ শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করতে হবে।

এ অশুভশক্তিকে প্রতিরোধ করতে সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘‘সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার বইছে। আমি সারা দেশ সফর করেছি। আমার নিজের এলাকায় সফর করেছি। নৌকার পক্ষে এমন অবিস্মরণীয় গণজোয়ার আমি আর কখনো দেখিনি। বিএনপি এখন বুঝতে পেরেছে তারা নির্বাচনে হেরে যাবে। হেরে যাওয়ার ভয়ে আজ তারা নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।’’ 

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমুখ।





রাইজিংবিডি/নোয়াখালী/১৬ ডিসেম্বর ২০১৮/মাওলা সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়