ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দেশব্যাপী নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫০, ১৯ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 দেশব্যাপী নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জসহ দেশে বিভিন্ন স্থানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে জায়গা বাছাই ও পরির্দশন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত একটি সাব কমিটি।

এসব স্টেডিয়াম নির্মাণ করা হলে যুব সমাজ মাদকের হাত থেকে রেহাই পাওয়ার সাথে সাথে বের হয়ে আসবে প্রতিভাবান খেলোয়াড়, এমনটাই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েদের খেলার সুযোগ সৃষ্টি করতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

জেলার বিভিন্ন গ্রামে ঘুরে জানা গেছে, গ্রাম এলাকায় একসময় খেলার মাঠ থাকলেও নগর উন্নয়নের কারণে এখন তা হারাতে বসেছে। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মাঠের পরিবর্তে বেছে নিয়েছে কম্পিউটার ও ভিডিও গেমস। সেই সাথে পা বাড়াচ্ছে মরণ ফাঁদ মাদক সেবনে।

ছেলে মেয়েদের মাঠ ও খেলাধুলামুখী করতে বর্তমান সরকার সারা দেশে প্রথম ধাপে ১৩১টি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার উদ্যোগ নেয়। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বেরিয়ে আসবে প্রতিভাবান খেলোয়াড়, যারা উজ্জ্বল করবে দেশের ক্রীড়াঙ্গনকে। সেই সাথে মরণ নেশাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে যুব সমাজ।

এদিকে সোমবার গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও জায়গা পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ২নং সাব কমিটি। এর আগে তারা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সাব কমিটির আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি, সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।
 


ক্রীড়াপ্রেমী এস এম নজরুল ইসলাম বলেন, ‘প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে ভালো মানের খেলোয়াড় বের হয়ে আসবে না, এটা ভাবার কোনো কারণ নেই। খেলার সকল সুযোগ-সুবিধা পেলে ভালো মানের খোলোয়াড় বের হয়ে আসবে। যারা দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জ্বল করবে।’

ক্রীড়াপ্রেমী লিয়াকত আলী বলেন, ‘গ্রাম এলাকায় স্কুল থাকলেও খেলার মাঠ নেই। যে কারণে ছেলেমেয়েরা খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। খেলার সুযোগ পেলে তারা এসব অপকর্ম থেকে দূরে থাকবে।’

প্রকল্প পরিচালক হাসান আহম্মেদ সারোয়ার জানান, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও জায়গা পরিদর্শনের কাজ শুরু করা হয়েছে। গোপালগঞ্জের সদর, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় প্রথম ধাপে এই মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এক একটি স্টেডিয়ামের জন্য ৪২ থেকে ৬০ লাখ টাকা নির্মাণ ব্যয় ধরা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ২নং সাব কমিটির সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় বের করে আনতে প্রকল্পের মাধ্যমে ১৩১টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আমাদের একটি বড় অর্জন। তৃণমূল থেকে আমরা খেলোয়াড় বের করে আনতে চাই।’

যুব ও ক্রীড়া মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ২নং সাব কমিটির আহ্বায়ক নাহিম রাজ্জাক বলেছেন, ‘দেশের ১৩১ উপজেলায় বঙ্গবন্ধুর ছোট সন্তান শেখ রাসেলের নামে এ মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। পরবর্তীকালে পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় এ স্টেডিয়াম নির্মাণ করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় এ মিনি স্টেডিয়ামের মধ্য দিয়ে গ্রাম্য এলাকার ছেলেমেয়েদের খেলার সুযোগ তৈরি করে দিতে চাই।’

তিনি বলেন, ‘প্রথমেই গোপালগঞ্জ পরিদর্শন করলাম। এরপর যেসব স্থানে মিনি স্টেডিয়ামগুলো হচ্ছে তা পরিদর্শন করা হবে। যাতে সুন্দরভাবে গ্যালারি, ড্রেসিংরুম ও বাথরুম নির্মাণ করা হবে।’




রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৯ মে ২০১৮/ বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়