ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশে ইন্টারনেট গ্রাহক পৌনে ৭ কোটি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ২৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে ইন্টারনেট গ্রাহক পৌনে ৭ কোটি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা প্রায় পৌনে ৭ কোটিতে দাঁড়িয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার প্রকাশিত বিটিআরসি’র ফেব্রুয়ারি মাসের তথ্যে দেখা গেছে, দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৭২ লাখ ৪৫ হাজার। বিটিআরসির তথ্যে দেখা যায়, ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে সেবা নিচ্ছেন। ইন্টারনেট গ্রাহকের মধ্যে ৬ কোটি ৩১ লাখ ২০ হাজার গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন মোবাইলের মাধ্যমে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৪০ লাখ ৩৬ হাজার। তবে ওয়াইম্যাক্স ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার।

ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯৫ লাখ ৮৪ হাজার। গত বছর মার্চে দেশে ছয়টি মোবাইল ফোন অপারেটরের মোট ১৩ কোটি ৮ লাখ ৮১ হাজার গ্রাহক ছিল। তবে মে মাসে বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়া শেষে এ সংখ্যা দাঁড়িয়েছিল ১১ কোটি ৬০ লাখ। চলতি বছরের ফেব্রুয়ারির তথ্যে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা ৫ কোটি ৯৩ লাখ ৬ হাজার। বাংলালিংকের ৩ কোটি ১৩ লাখ ৯ হাজার, রবির ২ কোটি ৭০ লাখ ১৭ হাজার, এয়ারটেলের ৮২ লাখ ১৯ হাজার, টেলিটকের ৩৭ লাখ ৩৩ হাজার। তবে সিটিসেলের গ্রাহকের তথ্যে ‘শূন্য’ দেখিয়েছে বিটিআরসি।

অপারেটরগুলোর দেওয়া সিম বিক্রির তথ্য থেকে এই পরিসংখ্যান তৈরি করেছে বিটিআরসি।



রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৭/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ