ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘দেশে নীরব দুর্ভিক্ষ চলছে’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেশে নীরব দুর্ভিক্ষ চলছে’

নিজস্ব প্রতিবেদক : দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন  বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘চালের দাম কমাও মানুষ বাঁচাও’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

চালের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মিয়ানমারে গেছেন। মিয়ানমার এখন সারা বিশ্বে ভয়ঙ্কর শাসকদের নৃশংসতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সেই দেশে স্ত্রীসহ কামরুল ইসলাম গিয়েছিলেন চাল আনতে। পত্রিকায় দেখেছি, যে চাল আনা হয়েছে তা খুব নিম্নমানের। একেবারে খাওয়ার অযোগ্য কিছু চাল ইতিমধ্যে দেশে ঢুকেছে। সরকার ট্রাকে করে যে চাল বিক্রি করছে তা আতপ চাল। এর আগে কোনো সরকার এই চাল বিক্রি করে নাই। সরকার চালের উৎপাদন করে নাকি বিদেশে রপ্তানি করে। এ কথা দেশবাসীকে তারা শুনিয়েছে। কিন্তু তার আমলে চালের সংকট, খাদ্যের যে সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যে সংকট অতীতে কোনো সরকারের আমলে তা দেখা যায়নি।’

তারা আমাদের শুনিয়ে এসেছে চীন, ভারত, রাশিয়া আমাদের বন্ধু। কিন্তু এই সংকটে তারা আমাদের বিপক্ষে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, চালের দাম ৭০ টাকা কেজি হওয়ায় খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। সর্বস্তরের মানুষের মাঝে আজ হাহাকার উঠেছে। ’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আমেরিকার কাছে কিছু প্রত্যাশা করি না। প্রত্যাশার জন্যই তো সেখানে আপনি গিয়েছিলেন। ট্রাম্প, জাতিসংঘসহ বিশ্ববাসীকে আপনি অনুরোধ করবেন রোহিঙ্গারা যেভাবে আসছে সসম্মানে আবার যেন তাদের ফেরত পাঠানো হয়। কিন্তু আপনি গিয়ে সে কথা তো বলেননি। শুধু দাম্ভিকতা করে বলছেন আমাদের কোনো প্রত্যাশা ছিলো না। ’

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন ন্যাপের মহাসচিব এম। গোলাম মোস্তফা ভূইয়া, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দীন এহিয়া খান মজলিস সরোয়ার, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, সংগঠনের দক্ষিণের সভাপতি রাসেল খান, গণঐক্যের সভাপতি আরমান হোসেন পলাশ প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৭/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়