ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ১১ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে’

নিজস্ব প্রতিবেদক : দেশে সামাজিক নীতি নৈতিকতার অবক্ষয় ঘটেছে বলে জানিয়েছেন করেছেন বাংলাদেশ শিশু কিশোর পর্যবেক্ষণ সোসাইটির সাধারণ সম্পাদক কাজী আমানুল্লাহ মাহফুজ।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিশু কিশোর পর্যবেক্ষণ সোসাইটির দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে কাজী আমানুল্লাহ বলেন, ‘দেশে বর্তমানে শিশু হত্যা, ধর্ষণ, গুম, অপহরণ ও সামাজিক অপরাধ পাল্লা দিয়ে বাড়ছে। মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েরা চরম নিরাপত্তাহীনতায় আসা যাওয়া করছে। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হচ্ছে জীবনের ভয়ে প্রতিবাদ করতে পারে না তারা। প্রতিবাদ করলে জুটছে ছুরির আঘাত, আগুন-এসিড নিক্ষেপ।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক দ্বারা এখন ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে ছাত্রছাত্রীরা। জ্বলন্ত উদাহরণ হিসেবে ফেনীর সোনাগাজী দাখিল মাদ্রাসার অধ্যক্ষের যৌন নির্যাতনের শিকার হয় মারা গেলেন নুসরাত। শিক্ষকের যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করায় কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়েছে। দগ্ধ হয়ে মারা গেছে নুসরাত।’

তিনি আরো বলেন, ‘দেশে এখন মাদ্রাসা, স্কুল, কলেজ প্রভাবশালীদের কাছে জিম্মি। তাই বেড়েছে যৌন নিপীড়ন। বর্তমানে দেশে নারী সমাজ এখন চরম নিরাপত্তাহীনতায় জীবন-যাপন করছে। ঘর থেকে বেরিয়ে সুস্থ্য স্বাভাবিকভাবে আবার ঘরে ফিরতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। দেশে এখন আরেক ভয়াবহ আতঙ্কের নাম হচ্ছে গুম-অপহরণ। যার কারণে কোমলমতি শিশুরা ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হচ্ছে।’

পরিবারের অভিভাবকেরা ছেলেমেয়েদের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা দেশে এই নৈরাজ্যকর অবস্থার অবসান চাই। দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’




রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৯/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়