ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দেশে মত প্রকাশের ন্যূনতম স্বাধীনতা নেই : ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ১৪ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে মত প্রকাশের ন্যূনতম স্বাধীনতা নেই : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশে এখন মত প্রকাশের ন্যূনতম স্বাধীনতা নেই বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 'জিয়া পরিষদে’র এক অনুষ্ঠানে যোগ দিতে এসে পুলিশি বাধার মুখে পড়ে তিনি এই মন্তব্য করেন।

বিএন‌পির মহাস‌চিব ব‌লেন, ‘আজকে এখানে কোনো রাজনৈতিক দলের সমাবেশ নয়, অরাজনৈতিক একটি সংগঠনের সমাবেশ ছিল। সেটাও এই সরকার করতে দেয়নি। আমি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।’

ফখরুল বলেন, ‘এটা খুবই পরিতাপের কথা, দুর্ভাগ্যের কথা যে আজকে বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগ  একটা ভয়ঙ্কর দুঃশাসনের কাজ করছে, অত্যাচার-নির্যাতনের পথ বেছে নিয়েছে।’

সেমিনার কক্ষে ব্যানারও টানিয়েছিল জিয়া পরিষদ। ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরাও এই অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন।

জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ সাংবাদিকদের জানান, সকাল সোয়া ১০টার দিকে পুলিশ এসে বলে, ‘এই অনুষ্ঠানের কোনো অনুমতি নেই, সমাবেশ করা যাবে না’।

সকাল ১০টা ৪৫ মিনিটে সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে এলে তাকে ঘটনাটি জানান আয়োজকরা।




রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৮/‌রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়