ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দেশের প্রথম স্পোর্টস বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশের প্রথম স্পোর্টস বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক : ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো দেশের প্রথম স্পোর্টস বিজনেস কনফারেন্স "স্পোর্টস হাব বাংলাদেশ-২০১৭"। রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশন অডিটরিয়ামে ছয়টি সেশনে নিজেদের ভাবনা তুলে ধরেন ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সফল ব্যক্তিবর্গ।

ক্লাব অ্যান্ড ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল, রাজশাহী কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহমিদ আজিজুল হক। অবসর পরবর্তী ক্রীড়াবিদদের কর্মকান্ড ও পেশা কি হতে পারে তা তুলে ধরেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। তৃনমূলের ফুটবল নিয়ে কথা বলতে হাজির ছিলেন ফুটবল ফেডারেশনের সহ সভাপতি তাবিথ আওয়াল।

ক্রীড়া সাংবাদিকতা পেশার সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন চ্যানেল টোয়েন্টি ফোরের বিশেষ প্রতিনিধি দিলু খন্দকার, এনটিভির ক্রীড়া সম্পাদক নাসিমুল হাসান দোদুল, দি ডেইলি স্টারের ক্রীড়া প্রতিবেদক মাজহার উদ্দিন।

সবচেয়ে আকর্ষণীয় ও উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি দিতে থাকা স্পোর্টস মার্কেটিং বিষয়ে প্রাণবন্ত আলোচনা করেন অ্যাডকমের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, এশিয়াটিক ৩৬০ ডিগ্রি'র নির্বাহী পরিচালক ইরেশ জাকের, ম্যাকমের প্রধান নির্বাহী রাবেথ খান।

 



দেশের প্রথম স্পোর্টস মার্কেটিং সামিটের দিনব্যপি আয়োজনের শেষটা হয় সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে "স্পোর্টস বিজনেস আইডিয়া কম্পিটিশন"-এর মাধ্যমে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাব, প্রথম রানার আপ ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি আর দ্বিতীয় রানার আপ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-আইইউবি।

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি'র সহ সভাপতি মাহবুব আনাম।

দেশের বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগকারী শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান, ক্রীড়া সাংবাদিক, ক্রীড়াপ্রেমীদের এক সূতোয় গাঁথার প্রচেষ্টা "স্পোর্টস হাব বাংলাদেশ"। স্পোর্টস হাব-এর প্রথম আয়োজনে পৃষ্ঠপোষক টিভিএস অটো বাংলাদেশ ও যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানী পেনহিল লজিস্টিকস।



রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়