ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দেড় কোটি টাকার গার্মেন্টস পণ‌্য জব্দ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৭ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেড় কোটি টাকার গার্মেন্টস পণ‌্য জব্দ

নিজস্ব প্রতিবেদক : মিথ‌্যা ঘোষণা দিয়ে অতিরিক্ত পণ্য আমদানি করার দায়ে চট্টগ্রামে প্রায় ১ কোটি ৫১ লাখ টাকার গার্মেন্টস পণ‌্যের চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে আমদানিকৃত চালান খালাসকালে পণ‌্যগুলো জব্দ করা হয় বলে সংস্থাটির মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদ থাকায় মোল্লা এন্টারপ্রাইজের মাধ‌্যমে আমদানিকৃত চালানটির খালাস স্থগিত করে। আর চালানটি খালাসের দায়িত্বে নিয়োজিত ছিল সোমা ট্রেডিং করপোরেশন। শুল্ক গোয়েন্দার নিকট নিশ্চিত তথ্য থাকায় চালানটির কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে প্রিন্টিং ফেব্রিক্স ৫০০ কেজির স্থলে ১১ হাজার ৪২৪ কেজি, শার্টের ফেব্রিক্স ৬২৫ কেজির স্থলে ৬ হাজার ৮৪৫ কেজি, কটন ফেব্রিক্স ৬০০ কেজির স্থলে ৪ হাজার ৬৫০ কেজি ঘোষণাতিরিক্ত পণ্য পাওয়া যায়।

যার শুল্কায়নযোগ্য মূল্য ৮০ লাখ টাকা এবং শুল্ককরের পরিমাণ প্রায় ৭১ লাখ টাকা (অর্থদণ্ড ও জরিমানাবিহীন)। অর্থাৎ শুল্ককরসহ পণ্য চালানটির মোট মূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা। পণ্য চালানটি ঘোষণাতিরিক্ত হওয়ায় প্রযোজ্য শুল্ক-করাদি আরোপিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৮/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়