ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দেড় কোটি টাকার জুতা জব্দ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ২১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেড় কোটি টাকার জুতা জব্দ

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা ঘোষণায় আমদানিকৃত বেনাপোল স্থলবন্দর হতে দেড় কোটি টাকার জুতা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৃহস্পতিবার পৃথক দুই অভিযানে খালাস স্থগিত করে ওই পণ্যের চালান জব্দ করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রাজস্ব ফাঁকির অভিযোগে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল বেনাপোল ৮৪ লাখ ৪৮ হাজার ৪১২ টাকার ২টি জুতা জাতীয় পণ্যের চালান সাময়িক আটক করা হয়। কায়িক পরীক্ষায় ঘোষণাতিরিক্ত ৪৫৭ কেজি জুতার বিভিন্ন অংশ ও ৬৪৮ জোড়া জুতা পাওয়া যায়।

অন্যদিকে অপর অভিযানে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বেনাপোলে ৭৭ লাখ ১১ হাজার ৮২১ টাকার পণ্যের চালান সাময়িকভাবে আটক করা হয়। এ অভিযানে ঘোষণাতিরিক্ত ৩৪২ কেজি জুতার কাঁচামাল ও ৭৫ জোড়া চপ্পল বেশি পাওয়া যায়।



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৯/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়