ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেড় কোটি টাকার শুল্ক আদায় ও সিগারেট জব্দ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৫ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেড় কোটি টাকার শুল্ক আদায় ও সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক : পৃথক অভিযানে মিথ্যা ঘোষণার ১ কোটি ২২ লাখ টাকা শুল্ক আদায় ও প্রায় ১৫ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

বৃহস্পতিবার পৃথক দুই অভিযানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম কাস্টম হাউস থেকে এসব পণ্য জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, চট্টগ্রামে শুল্ক গোয়েন্দার সক্রীয় কার্যক্রমে ১ কোটি ২২ লাখ টাকার অতিরিক্ত শুল্ক কর আদায় করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স ফারহা এন্টারপ্রাইজের হসপিটাল বেড, ট্রাই সাইকেল, অফিস চেয়ার ইত্যাদি ঘোষণায় আমদানিকৃত চালান থেকে ওই অতিরিক্ত শুল্ক আদায় করা হয়। শুল্ক গোয়েন্দা পরীক্ষায় ঘোষণাবহির্ভুত ১৪ হাজার ১৮৭ কেজি বেবি ওয়াকার, ১০ হাজার ১৮০ কেজি দোলনা, বেবি মোটরসাইকেল ও ২৫ পিস ৫৫" টিভিসহ সমজাতীয় বিভিন্ন পণ্য পাওয়ায় ঘোষণাতিরিক্ত (জরিমানাসহ) ১ কোটি ২২ লাখ ২২ হাজার টাকা শুল্ক আদায় করা হয়।

এ ছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্য অভিযানে আমদানি নিষিদ্ধ ৫৬ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট আটক করা হয়। আটককৃত সিগারেট ৩০৩ ব্র্যান্ডের। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১৪ লাখ ৯৮ হাজার টাকা। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৮/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়