ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আগুনে পুড়ে দেড় বছরের কন্যাশিশুর মৃত্যু

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৫, ১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আগুনে পুড়ে দেড় বছরের কন্যাশিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরায় ইমামের ঘরে আগুন লেগে দেড় বছরের কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর। আগুনে পুড়ে শিশুটি মারা যাওয়ায় এলাকাসহ পরিবারে শোকের ছায়া নেমে আসে।

রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে রহুল আমিন মৌলভীর বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শিশুটি হলো- জংলার খাল জামে মসজিদের ইমাম ও নুরানী মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমানের দেড় বছরের শিশু কন্যা মাইমুনা।

জানা যায়, রোববার বিকেল সাড়ে ৫টায় মিজানুর রহমানের স্ত্রী রান্না ঘরে ভাত চুলার ওপর দিয়ে পাশের জমিতে শাক তুলতে যান। এ সময় রান্না ঘরের চুলা থেকে আগুন বসতঘরে লেগে যায়। পরে ইমামের স্ত্রী ডাক-চিৎকার শুরু করলে এলকাবাসী আসার পূর্বেই সম্পূর্ণ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এই সময় বসতঘরে থাকা দেড় বছরের কন্যাশিশু মাইমুনা আগুনে পুড়ে মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভূঞাঁ ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভূঞাঁ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুটির পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে পরে তিন বান টিন ও ৬ হাজার টাকা দেওয়া হবে।




রাইজিংবিডি/ভোলা/১ অক্টোবর ২০১৮/ফয়সল বিন ইসলাম নয়ন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়