ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দোহাজারী পৌরসভা অনুমোদনে উল্লাস

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ১০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দোহাজারী পৌরসভা অনুমোদনে উল্লাস

দোহাজারী পৌরসভা বাস্তবায়ন কমিটির আনন্দ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের ৯টি ওয়ার্ড এবং পার্শ্ববর্তী সাতবাড়িয়া ইউনিয়নের দুটি ওয়ার্ডকে নিয়ে দোহাজারী পৌরসভা গঠনের সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে দোহাজারী পৌরসভা অনুমোদিত হওয়ায় উল্লাস প্রকাশ করেছে দোহাজারী-চন্দনাইশের মানুষ।

দোহাজারী পৌরসভা বাস্তবায়ন কমিটির অন্যতম উদ্যোক্তা চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেন, দোহাজারী পৌরসভা অনুমোদনের মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রাম উন্নয়নের নতুন সোপানে পদার্পণ করলো।এদিকে দোহাজারীকে পৌরসভা ঘোষণার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দোহাজারীর মানুষ উল্লাস করেন। সোমবার রাতে দোহাজারী উপ-শহরে আনন্দ মিছিল বের হয় এবং একে অপরকে মিষ্টিমুখ করায়। পরে দোহাজারী সদরে সমাবেশের আয়োজন করে উৎফুল­জনতা।

পরে অনুষ্ঠিত আনন্দ সমাবেশে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেন, সারাদেশে উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে দোহাজারীকে পৌরসভা ঘোষণা করা হয়েছে। আনন্দ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, দোহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস শুক্কুর, আওয়ামী লীগ নেতা আবদুল খালেক জগলু, চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, ইউপি সদস্য জামাল উদ্দীন প্রমুখ।

নব এ পৌরসভার মোট আয়তন হবে ১৩.৫০ বর্গ কিলোমিটার। মোট ভোটার হবে প্রায় ৩৪ হাজার ৫০০ জন। পৌর এলাকার মোট ভূমির পরিমাণ হবে ৭ হাজার ৭১৪ একর। এর মধ্যে দোহাজারী অংশে ৬ হাজার ১৪ একর এবং সাতবাড়িয়া অংশে ১ হাজার ৭০০ একর।

দোহাজারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল নোমান বেগ বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল এই পৌরসভা। এই সরকারের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বাদ দোহাজারীবাসী পেতে যাচ্ছে।

চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জাফর আলী হিরু বলেন, মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসাবে পরিচিত দোহাজারী সব সময় অবহেলার শিকার ছিল। বর্তমান সরকারের সুদূরপ্রসারী পদক্ষেপে দোহাজারী তার হারানো গৌরব ফিরে পেতে চলেছে।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১০ জানুয়ারি ২০১৭/রেজাউল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়