ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব অন্যকে খুশি করতে’

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ১৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব অন্যকে খুশি করতে’

নিজস্ব প্রতিবেদক : যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অন্য কোনো পক্ষকে খুশি করতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

ওমর ফারুক চৌধুরী বলেন, ‘বেগম জিয়া বলেছেন, ক্ষমতায় গেলে তারা সংবিধান সংশোধন করে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা চালু করবেন। সংবিধান লঙ্ঘন বা নিজেদের সুবিধামতো সংশোধন করা বিএনপির পুরনো ঐতিহ্য। বাংলাদেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারত নয়, ভৌগোলিক আয়তনের দিক বিবেচনায় একটি ছোট রাষ্ট্র। কোনো প্রদেশ নেই। তাই ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় এ ধরনের পার্লামেন্টের কোনো যৌক্তিকতাই নেই। অন্য কোনো পক্ষকে খুশি করতেই বিএনপি এই নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার  স্বদেশ প্রত্যাবর্তনের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন ওমর ফারুক চৌধুরী।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল, এটিএন বাংলার নির্বাহী সম্পাদক জ ই মামুন, বৈশাখী টেলিভিশনের চিফ নিউজ এডিটর সাইফুল ইসলাম, চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, আতাউর রহমান, আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আসাদুল হক আসাদ, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, সুভাষ চন্দ্র হাওলাদার, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এবং ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৭/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়