ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দ্বিতীয় দিনে ৮ লাখ টাকা বকেয়া আদায় সিসিকের

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় দিনে ৮ লাখ টাকা বকেয়া আদায় সিসিকের

নিজস্ব প্রতিবেদক, সিলেট: বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) চলমান অভিযানের দ্বিতীয় দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আট লাখ টাকা বকেয়া আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান শেষে সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন সিসিকের পিআরও শাহাব উদ্দিন শিহাব।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আট লাখ টাকা বকেয়া আদায় করা হয়েছে। এছাড়া অনেক প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে।’

তিনি জানান, বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে সিসিকের সচিব মো. বদরুল হক, প্রধান প্রকোশলী নূর আজিজুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী আলী আকবরকে প্রধান পৃথক তিনটি দল করা হয়েছে; পর্যায়ক্রমে তারা নগরীর ২৭টি ওয়ার্ডে বকেয়া আদায়ে অভিযান পরিচালনা করবেন।’

প্রসঙ্গত, নগর ভবনের আয়ের প্রধান উৎস হোল্ডিং ট্যাক্স বাবদ প্রায় ৬৭ কোটি টাকা বকেয়া পড়ে আছে। এছাড়া বিভিন্ন গ্রাহকের কাছে পানির বিল ১২ কোটি টাকা, ট্রেড লাইসেন্স বাবদ ২০ কোটি টাকা এবং বিলবোর্ড বাবদ ১ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে।

এর আগে বুধবার অভিযানের প্রথম দিন ১০ লাখ টাকা বকেয়া আদায় করা হয়।

 

 

 

রাইজিংবিডি/ সিলেট/৩ জানুয়ারি ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়