ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘দ্রুত ভোট হয়, সফটওয়্যার সমস্যা না করলেই হয়’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ৩০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দ্রুত ভোট হয়, সফটওয়্যার সমস্যা না করলেই হয়’

ছবি : শাহীন ভূইয়া

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ছয়টি আসনে ইলেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন ভোটরারা। ডিজিটাল পদ্ধতিতে ভোট দিয়ে সন্তোষ  প্রকাশ করেছেন তারা। তবে কারো কারো শঙ্কা যেহেতু এটি সফটওয়্যার দ্বারা পরিচালিত ডিভাইস সেহেতু এটি সমস্যা না করলেই হয়।

রোববার ঢাকা-১৩ আসনের কয়েকটি ভোট কেন্দ্রে পর্যবেক্ষণ করে ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায় তারা ইভিএমএ ভোট দিয়ে সন্তুষ্ট। এর প্রথম কারণ ভোট দিতে বেশি সময় লাগে না। আর দ্বিতীয় কারণ একজনের ভোট অন্যজন দিতে পারে না। তবে ওই এলাকার বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, যেহেতু ইভিএম স্বচ্ছ তাই ধানের শীষের সমর্থকদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। তবে কেন্দ্র পর্যবেক্ষণকালে এমন চিত্র দেখা যায়নি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে বসানো সেন্টারে গিয়ে দেখা যায়, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। দায়িত্বরত এক পুলিশ সদস্য জানান, ইভিএমএ ভোট হওয়ায় দ্রুত ভোট কাস্ট হচ্ছে। এজন্য লাইন বড় হয় না। যারা আসেন তারা দ্রুত ভেতরে গিয়ে ভোট দিয়ে বের হয়ে যান।

ভোটার এ এফ এম মান্নান বলেন, কোনো ঝামেলা ছাড়াই ভোট দিলাম। এতো স্মুথভাবে কখনো ভোট দেওয়া হয়নি। ভোট কেন্দ্রের ভোতরে বা বাইরে কোনো ঝামেলাও নাই।

কাউন্সিলরের অফিসের পাশেই বরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ভোট কেন্দ্রে নারী ভোটার শারমিন বলেন, গত বৃহস্পতিবার ট্রায়াল ভোট দিয়েছিলাম। আজ এসে খুব দ্রুত সময়ে ভোট দিলাম। ভালই লাগল। তবে সফটওয়্যারজনিত কোনো সমস্যায় ভোট নষ্ট হয়ে যায় কি না-তা নিয়েই আমার সন্দেহ।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৮/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়