ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ধানের ন্যায্যমূল্য’র দাবিতে ঝালকাঠিতে বিএনপির স্মারকলিপি

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ২১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধানের ন্যায্যমূল্য’র দাবিতে ঝালকাঠিতে বিএনপির স্মারকলিপি

ঝালকাঠি সংবাদদাতা: কৃষকের ধানের ন্যায্যমূল্য প্রদানের দাবিতে ঝালকাঠিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি।

স্মারকলিপিতে তারা পাটকল শ্রমিকদের জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরী সহ ৯ দফা মেনে নেওয়ারও আহ্বান জানিয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে নেতাকর্মীরা এই স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মো. হামিদুল হক স্মারকলিপি গ্রহণ করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নাসিমুল হাসান, শ্রমিক দল সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক মামুন অর রশীদ।

স্মারকলিপি প্রদান শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, ‘বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। উৎপাদিত ধানের মূল্য খরচের চেয়ে অনেকগুণ কম পাচ্ছেন কৃষকরা। ধানের ন্যায্যমূল্য দিতে হবে সরকারকে।’

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনারও দাবি জানান তিনি। পাশাপাশি পাটকল শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ারও আহ্বান জানান।



রাইজিংবিডি/ ঝালকাঠি/২১ মে ২০১৯/অলোক সাহা/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়