ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ধানের শীষ মার্কায় ভোট করবে গণফোরাম

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১৫ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধানের শীষ মার্কায় ভোট করবে গণফোরাম

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে। তাই জোটের শরিক হিসেবে গণফোরাম ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবে।

বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নিতে বলেছে গণফোরাম।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার বরবার এ সংক্রান্ত চিঠি পৌঁছে দেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।

তিনি বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম (নিবন্ধন নং-০২৪) জাতীয় ঐক্যফন্টের শরীক রাজনৈতিক দল হিসেবে জাতীয় ঐক্যফন্ট কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে।

মান্না বলেন, জোটগতভাবে নির্বাচন করলে জাতীয় ঐক্যফ্রন্টের কমন প্রতীক ধানের শীষ হবে।

আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, ‘আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু সিদ্ধান্ত হয়নি।’



রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৮/হাসিবুল/সাইফ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়